প্রকাশিত: Thu, Mar 30, 2023 7:39 AM
আপডেট: Tue, Jul 1, 2025 2:46 PM

চট্টগ্রামে কমেছে মুরগির দাম চড়া ডিম ও সবজির বাজার

অনুজ দেব: বুধবার নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,  গত তিনদিনের ব্যবধানে প্রায় ৭০-৮০ টাকা কমেছে ব্রয়লার মুরড়ির দাম। প্রথম রমজানের দিন নগরীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২৬০-২৭০ টাকা। সোমবার থেকে পাইকারিতে দাম কমে আসলে খুচরায় মঙ্গলবার ও বুধবার দাম নেমে আসে ১৯৫ থেকে ১৯০ টাকায়।

সোনালী মুরগি ৪১৫-৪২০ টাকা থেকে কমে ৩৮০-৪০০, পাকিস্তানি কক ৩৫০ থেকে কমে ৩৩০-৩৪০ এবং দেশি মুরগি ৬৬০-৬৮০ থেকে কমে ৬০০-৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। হাড়ছাড়া গরুর মাংস ৮০০-৮৫০, হাড়সহ গরুর মাংস ৬৮০-৭৫০ এবং খাসির মাংস ১,০৫০ থেকে ১,১০০ টাকা দামে বিক্রি হচ্ছে। 

সবজি বাজারে আলু ২২-২৫, বেগুন ৪৫-৬০, ঢেড়স ৭০-৮০, চিচিঙ্গা ৪০-৪৫, বরবটি ৯০-১২০, করলা ১৮০-২০০, কচুর লতি ৭০-৮০, বাঁধাকপি ২৫-৩০, ফুলকপি ৪৫-৬০, শসা ৫০-৬০, মিষ্টিকুমড়া ৩৫-৪০, টমেটো ২০-৩০,  কাঁচামরিচ ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মানভেদে প্রতি কেজি খোলা চিনি ১১২, প্যাকেটজাত চিনি ১১২-১১৫, দেশি মসুর ডাল ১৩৫-১৪০, আমদানি করা মসুর ডাল ১৪০-১৪৫, ছোলা ৮৫-৯০, মটর ডাল ৬২-৭০, প্যাকেটজাত আটা ৬৫-৬৮, প্যাকেটজাত ময়দা ৭৫-৭৭, পেঁয়াজ ৩০-৪০, দেশি রসুন ৯৫-১০০, আমদানি করা রসুন ১৪০-১৪৫, আদা ১৪০ এবং বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৭২ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

চালের মধ্যে নাজিরশাল ও মিনিকেট ৭৭-৮২, মাঝারি মানের পাইজাম ও লতা চাল ৫৬-৬৬ টাকা এবং মোটা চালের মধ্যে স্বর্ণা ও ইরি ৪৬-৫০ টাকা কেজিদে বিক্রি হচ্ছে। সম্পাদনা : মুরাদ হাসান